শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মাছের জালে আটকে জেলের মৃত্যু

বড়াইগ্রামে মাছের জালে আটকে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম ও বাগাতিপাড়া সীমানা দিয়ে প্রবাহিত নন্দকুজা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে আটকে মারা গেছেন এক জেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দকুজা নদীর বড়াইগ্রামের জোয়াড়ি রামাগাড়ি স্লুইস গেইট এলাকা থেকে জালে পেচানো ওই জেলের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। নিহত ওই জেলের নাম দবির শাহ (৬০)। সে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের মৃত বরকত শাহ এর ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য শরীফুল ইসলাম জানান, দুপুরের পর ‘টানা বেড় জাল’ নিয়ে মাছ ধরতে নদীতে নামে ১৪ জন জেলে। ৭০ গজ দৈর্ঘ্য ও ৫ গজ প্রস্থের ওই জালের মাঝখানটা ঠিক রাখতে দবির শাহ ডুবে ডুবে ঠিক রাখার চেষ্টা করছিলো। কিন্তু প্রবল স্রোতে সহযোগী জেলেরা জাল ধরে রাখতে না পেরে জাল ছুটে যায়। আর তাতে পেচিয়ে পানিতে তলিয়ে যায় দবির। পরে স্থানীয় জেলেরা ও খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে জালে পেচানো দবির শাহ’র মৃতদেহ উদ্ধার করে। জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চান মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷ 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …