মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্রয় কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ আদায়

বড়াইগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে বিক্রয় কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক:
সময় তখন সকাল সাড়ে ৮টা। নাটোর শহর থেকে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের নিজ কার্যালয়ে নিজ মোটরসাইকেল যোগে আসছিলেন আকিজ সিমেন্ট এর বিক্রয় কর্মকর্তা নজরুল ইসলাম (৩২)। আসার পথে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার কারবালা এলাকায় পোঁছালে দ্ইুটি সাদা প্রাইভেটকার আকস্মিক তার মোটরসাইকেল গতিরোধ করে।
কিছু বুঝে উঠার আগেই পিস্তল ঠেকিয়ে চারজন তার হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয় এবং উঠিয়ে নেয় সামনে থাকা প্রাইভেটকারের ভিতরে। পেছনের প্রাইভেটকার থেকে দুইজন নেমে তার মোটরসাইকেল  (হোন্ডা ১১০ সিসি) নিয়ে দ্রত পাবনার দিকে চলে যায়। এরপর অন্য কিছু খেয়াল করার আগেই চোখ ও মুখ বেধে ফেলে তারা। বোঝার আর বাকী রইলো না যে তাকে কিডন্যাপ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করলেও ২৫ হাজার টাকা করে তিনবার বিকাশে টাকা প্রদান করার পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে চোখ বাধা অবস্থায় ফেলে দেওয়া হয় পাবনার কালিকাপুর এলাকার পরিত্যক্ত একটি গোডাউনের কাছে নির্জন আমবাগানের ভিতর।
পরে ওই অবস্থায় বের হয়ে স্থানীয় এক রাজমিস্ত্রির সহায়তায় তিনি ফিরে আসেন বনপাড়া কর্মস্থলে। পুলিশকে জানানো হয় তবে উদ্ধার হওয়ার ৩০ ঘন্টা পার হলেও এ ব্যাপারে এখনও মামলা রেকর্ড হয়নি। তবে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ঘটনা সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধানে নেমেছে পুলিশ। শীঘ্রই মামলা রুজু করা হবে। অপহরণের শিকার নজরুল ইসলামের বাড়ি যশোরের ঝিকরগাছায়। অপহরণকারীরা তার ব্যবহৃত ২টি দামী মোবাইলও ছিনিয়ে নেয়।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে বনপাড়ার দিকে আসার সময় পেছন থেকে দুইটি সাদা প্রাইভেটকার আমার মোটরসাইকেল গতিরোধ করে। পেছনের প্রাইভেটকারে ক’জন ছিলো তা জানি না। তবে আমাকে যে প্রাইভেটকারে উঠানো হয়েছিলো সেখানে চালকসহ ৪ জন ছিলো। তারা সাধারণ পোশাকে থাকলেও গায়ে ইংরেজীতে র‌্যাব লেখা হাতাকাটা কোট (কটি) ছিলো। তারা গাড়িতে উঠানোর পর হ্যান্ডকাপ খুলে দেয়। পরে ব্যাটারি চালিত মেশিন দিয়ে শক্ দিয়ে আমার কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চায়। এছাড়াও হাতের কনুই দিয়ে তারা আমার বুকে বার বার আঘাত করে। পায়ে বড় স্ক্রু ড্রাইভার দিয়ে ঘন ঘন আঘাত করে। আমি সিংড়ার এক ব্যবসায়ীর কাছে ফোন করে মাকে হাসপাতালে নেয়া হয়েছে এখনই টাকা লাগবে বলে ২৫ হাজার টাকা ও বাড়ীতে ফোন করে চাকুরীতে টাকা নিয়ে ঝামেলা হয়েছে বলে দুই বারে ৫০ হাজার টাকা তাদের বিকাশে পাঠাই। তারা পাবনার রূপপুরে গাড়ি থামিয়ে টাকাগুলো বিকাশ থেকে উঠিয়ে নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কালিকাপুর আমবাগানে আমাকে ফেলে রেখে যায়। নজরুল আরও জানান, ওখান থেকে বনপাড়া নিজ কর্মস্থলে আসার পর রাতে থানায় লিখিত অভিযোগ করি। থানা পুলিশ এ ব্যাপারে রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালায়। তবে শেষ খবর আমার জানা নাই।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …