নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামের নগর কয়েনবাজার এলাকা থেকে পুলিশ আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। শুক্রবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের পাশে কয়েনবাজার এলাকায় রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বনপাড়া হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। তার পরনে ছিলো ফুল প্যান্ট ও এর উপরে লুঙ্গী এবং গায়ে গেঞ্জি। বেশ কিছুদিন ধরে সে এলাকায় ঘোরাফেরা করছিলো। রাতের কোন এক সময় অজ্ঞাত কোন যানের চাপায় সে রক্তাক্ত জখম হয় ও মারা যায়। থানা পুলিশের ব্যবস্থাপনায় কাছাকাছি একটি কবরাস্থানে তার লাশ দাফন করা হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …