নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত ভোডভডি উল্টে চালক নিহত ও নয়জন আহ হয়েছে । বৃহস্পতিবার সকাল সারে ১০টার দিকে বনপারা-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেল পাম্প এলাকায় এঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আব্দুল কুদ্দুস নামের ব্যাক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোডভগির যাত্রী আব্দুল কুদ্দুস, সকালে শ্যালো ইঞ্জিল চালিত ভোডভডিতে ১৪টি গরু নিয়ে তিনিসহ আরো নয়জন সিরাজগঞ্জের নওগা হাটে যাচ্ছিলেন। ভোডভগি তরমুজ তেল পাম্প এলকায় পৌছালে ফিডার রোড থেকে মহসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষনা করে।
বনপারা হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিজের ভোডভডি নিজেই উল্টে গিয়ে নিহত হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …