শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে আগামী ১৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, অন্যদের মধ্যে ডেন্টাল সার্জন শতাব্দী রায় বণিক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সেবা প্রদানকারী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলায় মোট ১৬৯ টি কেন্দ্রে লক্ষ্যমাত্রা ৬-১১ মাস বয়সী ৩৫০০ শিশুকে নীল রংয়ের ও ১২-৫৯ মাস বয়সী ৩৪৮৭০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …