সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বড়াইগ্রামে ভিক্ষুক পুনর্বাসনকল্পে নগদ অর্থ বিতরণ

বড়াইগ্রামে ভিক্ষুক পুনর্বাসনকল্পে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল ভিক্ষুকদের পর্যায়ক্রমে পুনর্বাসন ও আয়বর্ধক কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে নগদ অর্থ ও চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা চত্ত্বরে নির্মিত মিনি শিশু পার্ক উদ্বোধন করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়া বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ের আটঘরি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …