শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় একজনের ২ দিনের জেল

বড়াইগ্রামে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় একজনের ২ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনাভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশ না মানায় নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর বাজারের এক ফার্নিচার ব্যবসায়ীকে দুই দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খান সাহেব (২১) নামক এক ফার্নিচার ব্যবসায়ীকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। খান সাহেব উপজেলার আহম্মেদপুর বাজার এলাকার তারা মিয়ার ছেলে। উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে।

আরও দেখুন

বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …