শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায়

বড়াইগ্রামে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায়


নিজস্ব প্রতিবেদক,,বড়াইগ্রাম:
তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপদাহ থেকে রক্ষা পেতে নাটোরের বড়াইগ্রামে পৃথক পৃথক তিন স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দু’হাত তুলে অঝোরে কেঁদেছেন শত শত মানুষ।


বৃহস্পতিবার সকাল ১০টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। একই সময়ে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন। এখানে নামাজে অংশ নেন। এছাড়া সকাল সাড়ে ১০টায় ও ধানাইদহ ফাজিল মাদরাসা মাঠে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুসল্লিরা ইসতিসকার নামাজ আদায় করেন।


নামাজে অংশ নেয়া বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, প্রচন্ড তাপদাহে মানুষসহ সব ধরণের প্রাণিরা অতিষ্ঠ হয়ে উঠেছে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা খোলা মাঠে রোদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি এবং বৃষ্টি চেয়েছি। 

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …