বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ

বড়াইগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন এতিমখানা, স্কুল, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সিলিং ফ্যান এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে পৃথক দুইটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২০১৮-১৯ অর্থবছরের সহায়তা সামগ্রী বিতরণের অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সমবায় কর্মকর্তা আবু হানিফ মিয়া, আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, আটঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহ বিভিন্ন এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *