নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বড়াইগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাহদি হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ,
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাহদি হাসান
জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়।