রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা বিফল!

বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা বিফল!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওই সদর দপ্তর কর্তৃপক্ষ  অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ (শাটডাউন) করে দেয়। বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত পদসমূহ স্থায়ী করার দাবিতে একাত্মতা প্রকাশকারী বিভিন্ন সদর দপ্তরের ২০ কর্মকর্তাকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি চাকরিচ্যুত করার প্রতিবাদে ওই সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ সরবরাহ শাটডাউন করে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ জড়ো হয়ে বনপাড়াস্থ সদর দপ্তরের সামনে এসে বিক্ষোভ করে। পরে বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু’র নেতৃত্বে নেতা-কর্মীরা এসে জনগণের দুর্ভোগ ও ভোগান্তির কথা তুলে ধরে আলোচনা করার পর কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ পূণরায় চালু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর ক্যাম্পাসে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সহ পুলিশ ও সেনাবাহিনীর টীম অবস্থান করছিলেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানজার বিপ্লব কুমার সরকার জানান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে সকল লাইন চালু করা হয়েছে। আপাতত শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে।  

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …