সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বড়াইগ্রাম থানাধীন ৩ নং জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন একই এলাকার রমজান আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আরিফ হোসেন তার নিজ বাড়িতে প্যাডেস্টাল ফ্যান দিয়ে গম পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় ফ্যান বিদ্যুতায়িত হওয়া ফ্যানে অসাবধানতা বশত হাত দিলে বিদ্যুতের শকে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে নাটোর সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন।

নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধে পৌনে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এমন তরতাজা প্রাণ চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …