সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে বিজ্ঞান মেলার উদ্বোধন 

বড়াইগ্রামে বিজ্ঞান মেলার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে বড়াইগ্রামে ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। আজ বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার স্টলের ফিতা কেটে দুইদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সৈকত হোসেন, 

উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী অফিসার

লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,  তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহন করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।

আরও দেখুন

সরস্বতী পূজা-অধ্যাপক শেখর কুমার সান্যাল সনাতন ধর্ম মতে সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী।

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,তিনি বাগেশ্বরী, বাগ্‌দেবী, বিদ্যাদেবী, বীণাপাণি প্রভৃতি নামে অভিহিতা। প্রজ্ঞা-সুর-সংগীতের দেবী সরস্বতী জ্ঞান ও কলাবিদ্যার …