রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রামে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
ক্ষেতমজুরসহ গ্রামীণ দরিদ্র মানুষদের মানুষের মতো বেঁচে থাকার দাবি আদায়ের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করেন।

উক্ত সম্মেলনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি মহাদেব মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনছার আলী দুলাল,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসিব আল হাসান প্রমুখ।

এ সময় বড়াইগ্রাম উপজেলার ক্ষেতমজুর সমিতির  সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্বে মহাদেব মাহাতো কে সভাপতি এবং আরিফ আহম্মেদ কে  সাধারন সম্পাদক করে বড়াইগ্রাম উপজেলা ক্ষেতমজুর সমিতি গঠন করা হয়। পরে ১০ দফা দাবি বাস্তবায়নে জরুরি উদ্যোগ গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।

আরও দেখুন

বড়াইগ্রামে আ’লীগ-বিএনপি’র সংঘর্ষ, আহত ৯, বাড়ি-ঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষে …