শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া শহর ছাত্রলীগের উদ্যোগে বনপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড এর নবীন ছাত্রলীগ কর্মীদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি অপসারণের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন জুয়েল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি কে.এম জিল্লুর হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক মানিক রায়হান, ইসলামী ফাউন্ডেশনের বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান সহ ছাত্রলীগের সদস্যবৃন্দ।

উক্ত আলোচনা সভায় মেয়র জাকির হোসেন জুয়েল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। যে ইতিহাস রচনা করেছে হাজার বছরের শৃঙ্খল মোচনের এক অমর মহাকাব্য। তিনি প্রজ্বলিত এক নক্ষত্র, অগনিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ। বঙ্গবন্ধু বাঙ্গালির অপ্রতিদ্বন্দ্বী নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি। সুতরাং দেশ ও জাতির পিতাকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি আমরা মেনে নিবো না। তাদের মনে রাখা জরুরি, বঙ্গবন্ধুর চিরসবুজ স্বাধীন বাংলাদেশকে ধূসর মরুভূমির আফগানে পরিণত হতে দেয়া হবে না। যেকোনো মূল্যেই মৌলবাদের কালো হাত গুড়িয়ে দিতে আমরা সদা প্রস্তুত থাকবো।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …