শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:

 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাবিবা খাতুন। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর- ৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান (ভার.) মো. আতাউর রহমান আতা, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, বীর মুক্তিযোদ্ধা আবু খায়ের, সাংবাদিকসহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …