শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রাক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক প্রাক নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে উপজেলার বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে আয়োজিত মধ্যবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানাজ পারভীন, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,গুরুদাসপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা,বনপাড়া পৌর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবহান প্রাং,বড়াইগ্রাম সৈনিকলীগের সভাপতি ইসাহক আলী মোল্লা সহ বড়াইগ্রাম উপজেলার ইউনিয়ন,বড়াইগ্রাম পৌরসভা এবং বনপাড়া পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক আ’লীগের নেতাকর্মী।

অনু্ষ্ঠানে বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে আবারও মনোনয়ন দেবার দাবি জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে লক্ষাধিক ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার মত ব্যক্ত করেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …