রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ওই ছাত্রী স্থাণীয় রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার গোপালপুর ইউনিয়নের কচুয়া গ্রামের জাকের আলীর ছেলে রাজীবুল ইসলামের সাথে তার বিয়ের দিন নির্ধারণ করা ছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠুসহ  কণের বাড়িতে গিয়ে বিয়ে আয়োজন দেখা যায়। তখন বাল্য বিয়ের কুফল বিষয়ে ওই ছাত্রীর বাবা-মাকে বুঝালে তারা বিয়ে বন্ধ করেন। একই সাথে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …