নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
প্রতিবন্ধী সংগঠণ আমরা করবো জয় একদিনের উদ্যোগে আমেরিকা প্রবাসী জনাব শামসুদ্দিন সাহেবের অর্থায়নে বুধবার সকালে নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠণের দপ্তর সম্পাদক সাইফুল ইসলামের পরিচালানায় স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মতিউর রহমান সুমন ও ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চাঁন্দু এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও আশরাফুল ইসলাম এবং বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ প্রসঙ্গে সংগঠণের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা ইতিমধ্যে ঢাকা, চট্রগ্রাম, সাভার সিআরপি, চাঁদপুর ও নাটোরে করোনা পরিস্থিতিতে এক শ’টি দুস্থ প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারেরর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এভাবে দানশীল ব্যাক্তি বা প্রতিষ্ঠান সহযোগীতার হাত বাড়ালে প্রতিবন্ধীরা এ দুর্দিনে কিছুটা ভাল থাকবে।
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …