নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভেদ ভূলে সংসদ সদস্য ওআওয়ামীলীগ নেতারা এক মঞ্চে

বড়াইগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভেদ ভূলে সংসদ সদস্য ওআওয়ামীলীগ নেতারা এক মঞ্চে


নিজস্ব প্রতিবেদক:বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে দীর্ঘদিনের বিভেদ ভূলে প্রথমবারের মত সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতারা এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করলেন। আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বনপাড়ায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় এমন চিত্র দেখা গেছে। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক ও বনপাড়া পৌর মেয়রসহ অন্যান্য নেতারা সংসদ সদস্যের সঙ্গে এক মঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন। এতে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রোববার বিকালে বনপাড়া বাজারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান কবীর, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য শাহ আলম ও সাবেক সদস্য আবুল কালাম জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক ও ফেরদৌস উল আলম।
এ ব্যাপারে বড়াইগ্রাম পৌর যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম বাবর বলেন, দীর্ঘদিন পর আমরা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সংসদ সদস্যকে এক মঞ্চে পেয়েছি। এতে আমরা আনন্দিত। আমরা এভাবেই সকল কর্মসূচিতে সংসদ সদস্য ও পৌর মেয়রসহ সকল নেতাদের ঐক্যবদ্ধ দেখতে চাই

আরও দেখুন

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে …