মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বড়াইগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় ও বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ভবানীপুর চন্ডিপুর কদমতলা এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম মানিক ৮০ জন প্রতিবন্ধীর হাতে সেমাই, চিনি ও পোলাওয়ের চালসহ অন্যান্য সামগ্রী তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে সমাজসেবক আনোয়ার হোসেন মিঠু ও মামুন চৌধুরী, ব্যবসায়ী শামীম আহমেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্না রাজ ও সুমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম মানিক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এদেশের একটি বড় সংখ্যক মানুষ প্রতিবন্ধী। তাদেরকে বাদ রেখে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের শিক্ষিত ও নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা এ বিদ্যালয়ের যাত্রা শুরু করেছি। এ সময় তিনি সবাইকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহŸান জানানোর পাশাপাশি বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন খাস জমি থেকে কিছু জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …