নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে নৌকা প্রার্থী সমর্থক আল মামুনকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। আল মামুন উপজেলার চান্দাই ইউনিয়নের আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আল মামুন।
জানা যায়, গত ২১ অক্টোবর বিকেল ৩ টার দিকে আল মামুন চান্দাই বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে চান্দাই ইউনিয়ন পরিষদ এর সামনের রাস্তা রোধ করে চান্দাই ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানের ছেলে পিয়াস সরকার, আনসার আলী সরকারের ছেলে জিয়াউর রহমান, মৃত হাসান আলী সরকারের ছেলে স্বরণ সরকার, তোফাজ্জল সরকারের ছেলে রতন সরকার এবং তাকে তাদের সাথে থাকা পিস্তল দেখিয়ে গুলি করে প্রান নাশের হুমকিও দেন তারা। আল মামুন বর্তমান নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী শাহানাজ পারভীনের সমর্থক হওয়ায় তারা এমন হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আস্বাস দেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে প্রকাশ্যে নৌকার সমর্থককে গুলি করে হত্যার হুমকি,থানায় অভিযোগ
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …