বুধবার , অক্টোবর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পুকুর খনন দেখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে পুকুর খনন দেখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খননের কাজ দেখতে গিয়ে পাশের পুকুরের পানিতে ডুবেই জোবায়ের হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন মৌখাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে। সে মৌখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, জোবায়েরদের বাড়ির পাশে অবৈধভাবে এক্সেভেটর মেশিন দিয়ে পুকুর খনন কাজ চলছে। দুপুরে খেলাধুলার এক ফাঁকে জোবায়ের সে পুকুর খনন দেখতে যায়। কিছুক্ষণ এক্সকেভেটর মেশিনে মাটি কাটা দেখার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন, এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

পুকুর খনন কাজ দেখে আরেক পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় সে পা ফসকে পানিতে পড়ে গেছে বলেই স্বজনদের ধারণা। তার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন নিশ্চিত করেছেন।

আরও দেখুন

৯ম আয়ুর্বেদ দিবস উদ্‌যাপন

নিউজ ডেস্ক,,,,,,,,,, বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন” প্রতিপাদ্য নিয়ে ঢাকায় ৯ম আয়ুর্বেদ দিবস উদ্‌যাপন করা হয়েছে।২৯ …