শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পুকুরের খননের দায়ে যুবলীগ নেতার ৫০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে পুকুরের খননের দায়ে যুবলীগ নেতার ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহাসড়ক দিয়ে মাটি বহনের দায়ে আবুল কালাম জোয়াদ্দার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আবুল কালাম জোয়াদ্দার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার বড়াইগ্রাম রাজ্জাক মোড় এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিলেন আবুল কালাম জোয়াদ্দার। একই সঙ্গে তিনি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক ব্যবহার করে ট্রাক্টরে সেসব মাটি বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনও সেখানে অভিযান চালান। এ সময় এক্সকেভেটর ও ট্রাক্টর চালকরা পালিয়ে যাওয়ায় আবুল কালাম জোয়াদ্দারের ছেলে তন্ময় জোয়াদ্দারকে আটক করা হয়। পরে বয়স বিবেচনায় তার পিতাকে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ পুকুর খনন ও মাটি বহন করবে না মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।


এ ব্যাপারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, কাউকে অবৈধভাবে পুকুর খনন করতে দেয়া হবে না। এছাড়া অনুমতি নিয়ে পুকুর সংস্কার করা হলেও রাস্তাঘাট নষ্ট করে সেসব মাটি বহন করে বাইরে বিক্রি করা যাবে না। কেউ এমন করার খবর পেলে সাথে সাথে সেখানে অভিযান চালানো হবে।  

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …