রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে আফসানা নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৮ অক্টোবর শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মহানন্দাগাছা গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। আফসানা ওই গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

আফসানার পারিবারিক সূত্রে জানা যায়, আজ ৮ দুপুর আড়াইটার দিকে শিশু আফসানা বাড়ির সবার অজান্তে বাড়ি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে বিকেল তিনটার দিকে তার বাড়ির পাশে ছোট খালে আফসানার মরদেহ ভাসতে দেখে। পরবর্তীতে পরিবারের লোকজন ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …