নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে খালের পানিতে পড়ে সীমান্ত মন্ডল নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সীমান্ত মন্ডল কুমরুল পূর্ব পাড়া গ্রামের বিকাশ মণ্ডল এর ছেলে।
পরিবারের লোকজন জানায়, শুক্রবার সকাল দশটার দিকে সীমান্ত মন্ডল বাড়ির সবার অজ্ঞাতসারে বাড়ির পাশে খালের পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে পা পিছলে পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন খালের পানিতে নেমে অনেক সময় খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …