শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ

বড়াইগ্রামে পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে পশুর চামড়া সংরক্ষণের জন্য ২৫ টি এতিমখানা, লিল্লাহ্ বোর্ডিং, হাফেজিয়া ও কওমী মাদরাসায় বিনামূল্যে ১২২৫ কেজি লবণ বিতরণ করা হয়। শনিবার জেলা প্রশাসক মো. আবু নাসে ভূঁঞার উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে প্রত্যেক প্রতিষ্ঠানে ৫০ কেজি করে লবণ দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মহিদুল ইসলাম, বড়াইগ্রাম মডেল মসজিদের খতিব হাফেজ মো. আব্দুল মান্নান, হাফেজ মাও. আব্দুল মজিদ, মাওলানা মো. সাইফুল ইসলাম ও মাওলানা মো. এনামুল হক বক্তব্য রাখেন। 

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …