শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পরিবেশ বান্ধব ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস

বড়াইগ্রামে পরিবেশ বান্ধব ফসল উৎপাদন বিষয়ক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এসময় কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব কৌশলে কিভাবে ফসল উৎপাদন করা যায় ও কীটনাশক ব্যবহার ছাড়া জৈব সার ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব ফসল উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ সালাহ্ উদ্দিন সরদার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি উপপরিচালক শবনম শারমিন, মানিকপুর ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …