নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরে একটি নির্মাণাধীন মার্কেটের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নীচে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রী ঠিকাদার। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত ওই ঠিকাদারের নাম সেলিম হোসেন (২৬)। সে উপজেলার জোয়াড়ি ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
সোমবার সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বনপাড়া বাইপাস চত্বরে বেলাল পাটোয়ারীর নির্মাণাধীন মার্কেটের দোতলা ছাদে পানি দিতে যায় সেলিম হোসেন। ওই বিল্ডিং এর খুব কাছ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজ প্রবাহিত তারের তড়িৎ স্পর্শে সে বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে ছিটকে নীচে আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেবার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, মার্কেট মালিক ৩৩ হাজার ভোল্টেজ এর লাইন স্থানান্তর না করেই বহুডল ভবন নির্মাণ করছিলো। মাত্র ৫০০ গজ দূরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সদর দপ্তর থাকলেও ওই প্রতিষ্ঠান রহস্যজনক কারণে এ ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ দেখেও না দেখার ভান করে যাচ্ছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বারেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকেই মৃতদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরবর্তীতে থানায় এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের হলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নির্মাণাধীন ছাদ সংলগ্ন হাই ভোল্টেজ লাইনের তড়িৎ স্পর্শে ঠিকাদারের মৃত্যু
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …