মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে নারী উদ্যোক্তাদের ইকমার্স প্রশিক্ষন

বড়াইগ্রামে নারী উদ্যোক্তাদের ইকমার্স প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে নারী উদ্যোক্তাদের নিয়ে ইকমার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প তথ্য আপা এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মারিয়াম খাতুন উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান মোছা. নাজমা রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করে উপজেলা তথ্য আপা কর্মকর্তা মোছা. মনিরা খাতুন।

তথ্য আপা কর্মকর্তা মোছা. মনিরা খাতুন বলেন, সারাদিন ব্যাপি এই প্রশিক্ষনে ৫০ নারী অংশ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষন নিয়েছে। তারা প্রশিক্ষনের মাধ্যমে বাড়িতে থেকে বিভিন্ন পন্য উদপাদন করে অণলাইন প্লাটফর্ম লাল সবুজ.কমের মাধ্যমে বিক্রয় করে টাকায় আয় করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন বলেন, বাড়িতে নারীরা অনেক অলস সময় অকিবাহিত করে। এই অলস সময়টুকু তারা যদি কাজে লাগায় তাহলে তাদের অন্যর উপর নির্ভশীলতার প্রয়োজন হবে না। বাড়ি থেকেই বিভিন্ন পন্য তারা অনলাইনে বিক্রয় করে দিতে পারবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …