শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে নারী ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ

বড়াইগ্রামে নারী ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের নারী সদস্য জোহরা খাতুন (৪৫)কে প্রকাশ্যে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে জোনাইল কালিবাড়ি বাজারে তাকে চড়, কিল, ঘুষি সহ ইক্ষু দিয়ে প্রকাশ্যে মারপিট করে দুই যুবক। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে তিনি আশংকামুক্ত। এর আগে ওই ইউপি সদস্যের ছেলে রুবেলবড়াইগ্রামে নারী ইউপি সদস্যকে প্রকাশ্যে মারপিটের অভিযোগ নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের নারী সদস্য জোহরা খাতুন (৪৫)কে প্রকাশ্যে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে জোনাইল কালিবাড়ি বাজারে তাকে চড়, কিল, ঘুষি সহ ইক্ষু দিয়ে প্রকাশ্যে মারপিট করে দুই যুবক। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে তিনি আশংকামুক্ত। এর আগে ওই ইউপি সদস্যের ছেলে রুবেল হোসেন (২৫)কে একই ভাবে মারপিট করে ওই দুই যুবকসহ সঙ্গীরা। জোনাইল ইউপি’র ৪,৫,৬ সংরক্ষিত আসনের সদস্য জোহরা খাতুন জানান, ছেলে রুবেল একটি ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। ওই ইজিবাইক জোনাইল বাজার স্ট্যান্ডে পার্কিং করতে চাঁদা দাবি করে দীঘইর গ্রামের আরিফ হোসেন ও চামটা গ্রামের আশরাফুল ইসলাম। এর প্রতিবাদ করলে ছেলেকে মারধর করে তারা। পরে ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে ওই দুই যুবক ইউপি সদস্য জোহরাকেও প্রকাশ্যে মারপিট করে। এসময় জোহরা খাতুনের ননদ সেলিনা সহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমি শুনেছি। ইউপি সদস্য জোহরা খাতুনকে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোসেন (২৫)কে একই ভাবে মারপিট করে ওই দুই যুবকসহ সঙ্গীরা।

জোনাইল ইউপি’র ৪,৫,৬ সংরক্ষিত আসনের সদস্য জোহরা খাতুন জানান, ছেলে রুবেল একটি ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। ওই ইজিবাইক জোনাইল বাজার স্ট্যান্ডে পার্কিং করতে চাঁদা দাবি করে দীঘইর গ্রামের আরিফ হোসেন ও চামটা গ্রামের আশরাফুল ইসলাম। এর প্রতিবাদ করলে ছেলেকে মারধর করে তারা। পরে ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে ওই দুই যুবক ইউপি সদস্য জোহরাকেও প্রকাশ্যে মারপিট করে।

এসময় জোহরা খাতুনের ননদ সেলিনা সহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমি শুনেছি। ইউপি সদস্য জোহরা খাতুনকে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …