সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে নারীসহ নৈশ প্রহরী আটক

বড়াইগ্রামে নারীসহ নৈশ প্রহরী আটক

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রামে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক নারী সহ নৈশ প্রহরী ফারুক হোসেন (২৬)কে আটক  করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটক ফারুক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী এবং একই গ্রামের জমশের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী ফারুক হোসেন বিদ্যালয়ের কক্ষে এক নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে রাখে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে ওই নারী সহ আটক করে থানায় সোপর্দ করে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *