রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ

বড়াইগ্রামে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ

নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম :

 নাটোরের বড়াইগ্রামে নব নির্বাচিত নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সংবর্ধনা ও শুভেচ্চা বিনিময় করলেন উপজেলাার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এ উপলক্ষে বৃহষ্পতিবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সভাপতি মো. আবু রাসেল এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মসলেম উদ্দিন। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সভাপতি মো.আবু রাসেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, চান্দাই ইউপি চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ডা. ফেরদৌস আলম ও যুবলীগ নেতা আলহাজ জাকির হোসেন সরকার। 

সভায় উপস্থিত দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।   

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …