শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের বড়াল নদী থেকে রুবেল হোসেন (২৬) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা এগারটার দিকে উপজেলার তিরোইল গ্রামে এই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। রুবেল হোসেন একই গ্রামের আবু হানিফের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ রবিবার সকালে ফজরের নামাজের পর রুবেল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বেলা এগারটার দিকে লোকজন তার মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে তারা পৌঁছার পূর্বেই এলাকাবাসী নদী থেকে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরো জানায়, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।

রুবেলের পরিবারের সদস্যরা জানান, রুবেল রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাস করে বাড়িতেই বসেছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে আজ ভোরে স্বাভাবিকভাবেই ফজরের নামাজ পড়ে সে বাইরে বেড়াতে যায়। তারপরে এলাকার লোকজনের কাছে তার মরদেহ নদীতে পাওয়া গেছে বলে জানা যায়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …