বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়

বড়াইগ্রামে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়

  নিজস্ব প্রতিবেদক:

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবারে (৬ অক্টোবর) সকালে বড়াইগ্রাম থানা চত্বরে ওই সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,  বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ছাড়াও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গোপাল কুমার দাস,

 সাধারণ সম্পাদক অধ্যাপক গনেশ চন্দ্র মন্ডল,উপজেলা বিএনপির আহবায়ক

এডভোকেট আব্দুল কাদের, নাটোর জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্য নেতাকর্মী। উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ হাফিজুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহাবুব। আসন্ন দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন। উপজেলা মোট ৪৭ টি পূজা মন্ডপ রয়েছে। 

আরও দেখুন

বড়াইগ্রামে শহীদ মিকদাদ খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জুলাই বিল্পবের অন্যতম শহীদ মিকদাদ হোসেন খান আকিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের …