বিশেষ প্রতিবেদকঃ
নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত ১জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া নাটোর মহাসড়কের বনপাড়া কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ যাচ্ছিল। এসময় পাবনা থেকে রাজশাহীগামী সেজান এন্টারপ্রাইজ নামে অপর একটি যাত্রীবাহী বাস বনপাড়া কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১১ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …