সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে দুই পৌরসভার দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম,

বড়াইগ্রামে দুই পৌরসভার দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম,

 নিজস্ব প্রতিবেদক:  

বনপাড়া পৌরসভার পৌর প্রশাসক এর দায়িত্ব নিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মোঃ আরিফ হোসেন।উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা,বড়াইগ্রাম উপজেলা প্রশাষক  লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম,নবনিযুক্ত বড়াইগ্রাম পৌর প্রশাসক।নাটোরের বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম পৌর মেয়র মো. মাজেদুল বারী নয়নকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের স্ব-স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন  সমবায় মন্ত্রণালয়, উপজেলা শাখা-১ এর উপসচিবের ১৮ আগস্ট রোববার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ  অপসারণ করা হয়। বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যানকে অপসারিত করে তদস্থলে উপজেলা প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, বনপাড়া পৌর মেয়রকে অপসারিত করে তদস্থলে বনপাড়া পৌর প্রশাসক হিসেবে নাটোরের স্থানীয় সরকারের উপ-পরিচালককে এবং বড়াইগ্রাম পৌর মেয়রকে অপসারিত করে তদস্থলে বড়াইগ্রাম পৌর প্রশাসক হিসেবে বড়াইগ্রাম সহকারী কমিশনার(ভূমি)কে নিয়োগ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস গতকাল সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …