রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

বড়াইগ্রামে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :

“সোনালী আঁশে সোনার দেশ,মুজিববর্ষের বাংলাদেশ,বাংলার পাট বিশ্বমত ”এই শ্লোগানে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজনে আজ মঙ্গলবার  সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্বোধন করেন, প্রকল্প সহকারী পরিচালক মোছাঃ মরিয়ম খাতুন। উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল।

রিসোর্স পার্সন হিসেবে থেকে উক্ত বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করেন উপজেলা কৃষি কৃষিবিদ শারমিন সুলতানা  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, বড়াইগ্রাম উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ও পাট উন্নয়ন অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক আব্দুল হালিম । অন্যান্যর মধ্যে ছিলেন, বড়াইগ্রাম উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রচার প্রকাশন বিষয়ক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান,মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৭৫ জন পাট চাষী অংশ গ্রহণ করেন।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …