রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

বড়াইগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে এগারো হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২০ ডিসেম্বর সোমবার বেলা এগারোটার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর -এর নেতৃত্বে বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজার এলাকায় তদারকি করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে সিপন কসমেটিকে পাঁচ হাজার টাকা ও ৩৭ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করার অপরাধে মেসার্স নূর এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা ও ৩৮ ধারা মূল্য তালিকা না থাকার অপরাধে আলিফ ভান্ডারকে এক হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বড়াইগ্রাম থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …