শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ‘তামাক নিয়ন্ত্র্রণ আইন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা কুষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রহমান আনসারী প্রমুখ।

কর্মশালায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণার্থীগণ একক ও দলীয় কাজ উপস্থাপন করেন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …