নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে জাতীয় মহিলা সংস্থা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মহিলা ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) তথ্যআপা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার তথ্যআপা প্রকল্প বড়াইগ্রাম অফিস এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ফিতা কেটে উদ্বোধন করেন। জাতীয় মহিলা সংস্থার বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান নাজমা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, তথ্যসেবা কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী তথ্যসেবা কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সাংবাদিক আব্দুল কাদের সজল প্রমূখ।
