নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে মশাবাহিত ডেঙ্গুরোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে মশক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর মিলনায়তনে মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার।
প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়। পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র জালাল উদ্দীন জোয়াদ্দার, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ, স্কুল শিক্ষক একরামুল হক ফিরোজ, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, আবু জাফর ও আবু হানিফ বক্তব্য রাখেন।
সভায় পৌর এলাকায় ময়লা আবর্জনা অপসারণসহ মশক নিধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহেদা খাতুন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …