রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস

বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ডালি পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার নগর ইউনিয়নের বাটরা কুন্ডুপাড়া এলাকায় ডালি পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ উইং পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শাসছুল ওয়াদুদ, পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ সালাহ্ উদ্দিন সরদার, বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ডালি পদ্ধতিতে সবজি চাষের মাঠ পরিদর্শন করেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …