সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ডাম্পিং স্টেশন ডেভেলপমেন্ট কাজের উদ্বোধন

বড়াইগ্রামে ডাম্পিং স্টেশন ডেভেলপমেন্ট কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ডাম্পিং স্টেশনের সাইট ডেভেলপমেন্ট কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ কাজের উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন।

বনপাড়া পৌরসভার সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্টের সাইট ডেভেলপমেন্ট কাজের অংশ হিসেবে পৌরসভার কালিকাপুর বেড়পাড়ায় এই কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভুঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মকর্তাগণ ও স্থানীয় সুধীবৃন্দ।

বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বনপাড়া পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কাজের বাস্তবায়ন করছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …