রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / Uncategorized / বড়াইগ্রামে ট্রাক সচল করতে গিয়ে চালক নিহত

বড়াইগ্রামে ট্রাক সচল করতে গিয়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে থেমে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় থেমে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছনে থেকে ধাক্কা দিলে থেমে থাকা ট্রাকের চালক রণি হাসান (২৪) চাপা পড়ে নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রণি হাসান যশোর জেলার চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাত আড়াইটার দিকে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে খুলনা লবণচর হতে সিমেন্টভর্তি একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নং যশোর ট ১১-৩৪৬৭ আসার পর বিকল হয়ে যায়। এসময় ট্রাকের চালক রনি হাসান ট্রাকটি মেরামত করার জন্য ট্রাকের নিচে কাজ করছিলেন। ঠিক সে সময় যশোর হতে নাটোর গামী পাট বোঝাই লং ভেইকেল যারা রেজিস্ট্রেশন নং চট্রো মেট্রো ঢ-৮১-৩৫৮৬ দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার সামনে নষ্ট অবস্থায় পড়ে থাকা ট্রাকটির পিছনে সজোরে আঘাত করে। এতে করে যশোর ট ১১-৩৪৬৭ ট্রাকের চালক রনি হাসান মাথা, পিঠ, কোমর, দুই উরু সহ ডান পায়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। ‌ মৃত রনির সুরতহাল রিপোর্ট তৈরি করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির জব্দ সহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। ‌ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।‌ নিহত রনির মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় আছে। ‌ অপর ট্রাকের চালক পলাতক রয়েছে।

আরও দেখুন

১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ

 নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামসহ সাতটি উপজেলার ১০ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *