সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

বড়াইগ্রামে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত- ১


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান উজ্জ্বল (৩০) নামে একজন নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া থেকে আমবাহী একটি পিকআপ কয়েন বাজার এলাকায় পৌঁছায়। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মেহেদী হাসান মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফেলে তার চালক ও হেলপার  পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …