নীড় পাতা / টপ স্টোরিজ / বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমিরুল ইসলাম (৩২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার বিকালে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার শিবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল উপজেলার গোপালপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

জানা যায়, বুধবার বিকালে শিবপুর বাজারে পাবনা থেকে নাটোরগামী ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আমিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …