নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল রোডের মানিকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেনের বাড়ি দৌলত মুন্সি রোড ময়মনসিংহ।
এলাকাবাসীর বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় নুর আলম ফিলিং স্টেশনের সামনে (তরমুজ পাম্পের সামনে) হাটিকুমরুল হতে বনপাড়াগামী সাখাওয়াত হোসেন মোটরসাইকেল চলিয়ে আসার পথে বনপাড়া হতে হাটিকুমরুল গামী ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট-২৪-৪৮৯০ গাড়ীটির অজ্ঞাত চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া মোটরসাইকেল কে আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ আরো জানায়, এ সময় মোটরসাইকেলে আগুন লেগে পুড়ে যায় । ঘটনাস্থলে বনপাড়া ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায় মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
আরও দেখুন
লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …