রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বড়াইগ্রামে টিএম এগ্রো এন্ড ফিসারিজের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা সম্মেলন

বড়াইগ্রামে টিএম এগ্রো এন্ড ফিসারিজের উদ্যোগে বাৎসরিক পরিকল্পনা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,নাটোর বড়াইগ্রামে জয় কৃষি বাড়ি এগ্রো পার্কে বৃহস্পতিবার টিএম এগ্রো এন্ড ফিসারিজের কর্মীদের অভিজ্ঞতা বৃদ্ধি, মাটি, পানি পরীক্ষা ও অর্গানিক পদ্ধতিতে মাছ চাষাবাদে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
টিএম টেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মফিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জয় কৃষি বাড়ি এগ্রো পার্কের স্বত্তাধকিারী সফল উদ্যোক্তা জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতনিধি অহিদুল হক, প্রসেক্লাবের কোষাধ্যক্ষ দেশ রুপান্তর প্রতিনিধি আব্দুল আউয়াল মন্ডল, দপ্তর সম্পাদক আমাদের সময় প্রতিনিধি সোহেল রানা এবং পাঠাগার ও সমাজসবো সম্পাদক ভোরের ডাক প্রতিনিধি আসমত উল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি জামাল উদ্দিনকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
টিএম ট্রেডিংয়ের এমডি মফিদুল ইসলাম জানান, টিএম এগ্রো এন্ড ফিশারিজের উদ্দেশ্য বেকারত্ব দুর করা এবং কেমিক্যাল ও প্রাকৃতিকভাবে ফরমালিন মুক্ত মাছ ও মাংস উৎপাদনে ভূমিকা পালন করা। আগামীতেও এ লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …