নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নিজের এবং পরিবারের সদস্যদের
নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেদী হাসান নোমান
নামের এক বিএনপি কর্মী। মঙ্গলবার বেলা ৩ ঘটিাকার দিকে
উপজেলা রয়না ভরট হাটে ওই নেতা ব্যবসা প্রতিষ্ঠানে এই
কর্মসূচীর আয়োজ করে। মেহেদী হাসন নোমান রয়না ভরটা
গ্রামে শওকাত ওসমানের ছেলে, বড়াইগ্রাম সদর ইউনিয়ন
ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায় ও তারুন্য নির্ভর বাংলাদেশের
আহŸায়ক।
এসময় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম সদর ইউপি বিএনপির
যুগ্ম আহŸায়ক শওকত ওসমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির
সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মভু, ইউপি সেচ্চাসেবক
দলের সভাপতি মবেদুল ইসলাম, ইউপি যুবদলের যুগ্ম সম্পাদক
গোলাম মোস্তয়া ও ইউপি ছাত্রদলের সভাপতি সাইফ আল মাহমুদ
নিশাত প্রমূখ।
লিখিত বক্তেব্য তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমাতায় থাকার সময়
আন্দোলন করতে গিয়ে আমি ও আমার পরিবারর বার বার কারাভোগ
করেছি। এখন আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেল
খাটতে হচ্ছে। গত রোববার একটি মামলায় জামিন থেকে মুক্তি
পেয়ে বড়াইগ্রাম পৌর এলাকায় পথ সভায় পৌর আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক মাহাবুব-উল-হক বাচ্চু বিরুদ্ধে কথা বলতে
ছিলাম। এসময় উপজেলা যুবদনের সাধারণ সম্পাদক মোস্তাফিদুল
হক বকুল ও বাচ্চু বাহিনীর লোকজন আমাদের উপর হামলা করে।
সেসময় শতাধীক মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহত হয়
আমি ও আমার ভাই সাইফ আল মাহমুদ নিশাতসহ ১৫ থেকে
২০জন।
তিনি আরো বলেন, এই ঘটনার পর থেকে বকুল ও বাচ্চু আমার ও
পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেল
হাজতে পাঠানোর হুমকি দিচ্ছে। আমি তারুন্য নির্ভর
বাংলাদেশ চাই। কোন অশান্তী চাই না।
মোস্তাফিদুল হক বকুল বলেন, মেহেদী হাসান নোমান
বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড.
শরিফুল হক মুক্তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে ছিল। তাই তাকে
এধরনের বক্তব্য দিতে নিশেধ করা হয়েছে। কোন মারপিট বা
হুমকির দেওয়া হয় নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মামাবুব আলম বলেন, থানায়
কেউ লিখিত অভিযোগ বা জিডি করে নাই। অভিযোগ পেলে
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।